০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বিগ বাজার থেকে কেনা মেয়াদোত্তীর্ণ জুস পানে হাসপাতালে দুই শিশু, জরিমানা ১ লাখ

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দুই শিশুকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে একজনকে ভর্তি করা হয়েছে এবং অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর শিশুটির মা খুশি খাতুনের লিখিত অভিযোগের পেক্ষিতে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিগ বাজারে অভিযান পরিচালনা করেন। সেখানে ফ্রীজেও মেয়াদোত্তীর্ণ একই জুস পাওয়া যায়। এছাড়া জুস সরবরাহকারি ডিলার মেসার্স সাদিক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়েও মেয়াদোত্তীর্ণ একই জুস পাওয়া যায়। এরপরই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

খুশি খাতুন বলেন, গতকাল বুধবার সুপার শপ বিগ বাজার থেকে ছয়টি জুসসহ কিছু নিত্যপ্রয়োজনীয় কেনাকেটা করি। রাতে দুই মেয়ে জুস পান করে। পরবর্তীতে সকালে আমি জুস পান করতে গিয়ে দেখি জুস নষ্ট হয়ে গেছে। পরে চেক করে দেখি ৬ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এরই মধ্যে বড় মেয়ে জারামনির (৬) শুরু হয় বমি আর ছোট মেয়ে তানহার (২) শুরু হয় ডায়রিয়া। পরে দ্রুত দুই মেয়েকে সদর হাসপাতালে নিয়ে গেলে ছোট মেয়েকে ভর্তি করেন এবং বড় মেয়েকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, দীর্ঘদিন নিয়মিত এই প্রতিষ্ঠান থেকেই কেনাকেটা করি। যদি এমন মেয়াদোত্তীর্ণ পন্য ক্রয় করতে হয় তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমাদের বিশ্বাস হারিয়ে যাবে। যদিও কেনাকাটার সময় আমাদের দেখেশুনে কেনা উচিত। তবে বিশ্বাস ও ব্যস্ততার কারণে সব সময় তা হয়না।

এদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিগ বাজার ও জুস সরবরাহকারি ডিলার মেসার্স সাদিক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান পরিচালনা করেন জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে মেয়াদোত্তীর্ণ একই কোম্পানির জুস পাওয়া যায়। এরপরই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, এক নারীর লিখিত অভিযোগের পেক্ষিতে বিগ বাজার ও পন্য সরবরাহকারী প্রতিষ্ঠানে (ডিলার) অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ জুস পাওয়া গেছে। এর আগে এই জুস পান করে দুই শিশু অসুস্থ হয়েছেন বলে অভিযোগ করেন এই নারী। পরে সত্যতা পাওয়া দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে হস্তান্তর করা হয়। অভিভাবকদের এ ক্ষেত্রে আরও সচেতন থাকার অহবান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঋণের দায়ে গাভি কেড়ে নিলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারগিস

চুয়াডাঙ্গার বিগ বাজার থেকে কেনা মেয়াদোত্তীর্ণ জুস পানে হাসপাতালে দুই শিশু, জরিমানা ১ লাখ

প্রকাশের সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দুই শিশুকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে একজনকে ভর্তি করা হয়েছে এবং অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর শিশুটির মা খুশি খাতুনের লিখিত অভিযোগের পেক্ষিতে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিগ বাজারে অভিযান পরিচালনা করেন। সেখানে ফ্রীজেও মেয়াদোত্তীর্ণ একই জুস পাওয়া যায়। এছাড়া জুস সরবরাহকারি ডিলার মেসার্স সাদিক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়েও মেয়াদোত্তীর্ণ একই জুস পাওয়া যায়। এরপরই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

খুশি খাতুন বলেন, গতকাল বুধবার সুপার শপ বিগ বাজার থেকে ছয়টি জুসসহ কিছু নিত্যপ্রয়োজনীয় কেনাকেটা করি। রাতে দুই মেয়ে জুস পান করে। পরবর্তীতে সকালে আমি জুস পান করতে গিয়ে দেখি জুস নষ্ট হয়ে গেছে। পরে চেক করে দেখি ৬ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এরই মধ্যে বড় মেয়ে জারামনির (৬) শুরু হয় বমি আর ছোট মেয়ে তানহার (২) শুরু হয় ডায়রিয়া। পরে দ্রুত দুই মেয়েকে সদর হাসপাতালে নিয়ে গেলে ছোট মেয়েকে ভর্তি করেন এবং বড় মেয়েকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, দীর্ঘদিন নিয়মিত এই প্রতিষ্ঠান থেকেই কেনাকেটা করি। যদি এমন মেয়াদোত্তীর্ণ পন্য ক্রয় করতে হয় তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমাদের বিশ্বাস হারিয়ে যাবে। যদিও কেনাকাটার সময় আমাদের দেখেশুনে কেনা উচিত। তবে বিশ্বাস ও ব্যস্ততার কারণে সব সময় তা হয়না।

এদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিগ বাজার ও জুস সরবরাহকারি ডিলার মেসার্স সাদিক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান পরিচালনা করেন জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে মেয়াদোত্তীর্ণ একই কোম্পানির জুস পাওয়া যায়। এরপরই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, এক নারীর লিখিত অভিযোগের পেক্ষিতে বিগ বাজার ও পন্য সরবরাহকারী প্রতিষ্ঠানে (ডিলার) অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ জুস পাওয়া গেছে। এর আগে এই জুস পান করে দুই শিশু অসুস্থ হয়েছেন বলে অভিযোগ করেন এই নারী। পরে সত্যতা পাওয়া দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে হস্তান্তর করা হয়। অভিভাবকদের এ ক্ষেত্রে আরও সচেতন থাকার অহবান জানান তিনি।