০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদার খালিদকে কুপিয়ে জখম, রাজশাহী রেফার্ড

রক্তাক্ত অবস্থায় খালিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রঘুনাথপুরে এ ঘটনা ঘটে। বিকেলেই আহত খালিদকে নিয়ে পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেছেন।

আহত খালিদ হাসান দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মসজিদপাড়ার মৃত. খিলাফত হাসানের ছেলে।

খালিদ হাসানের পরিবারের সদস্যরা অভিযোগ করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রায় ৬-৭ বছর আগে প্রতিবেশি লিটনের ছেলে আলফাজদের নিকট খালিদের মেজো বোনের ননদের ছেলে জমি বিক্রয় করেন। এই জমির বিক্রয়ের টাকা বাবদ তারা ব্যাংকের চেক দেন। তবে টাকা না থাকায় আলফাজের পিতা লিটনের বিরুদ্ধে চেক ডিজ-অনারে মামলা হয়। এবং একপর্যায়ে এই মামলার রায় ঘোষনা করেন আদালত।

তারা আরও বলেন, সম্প্রতি এই জমি ফেরত নিতে খালিদকে চাপ প্রয়োগ করে আলফাজ। এ নিয়েই দুজনের মধ্যে গণ্ডগোল হয়ে আসছিল। এরই জের ধরে বুধবার খালিদের নিজ বাড়িতে এসে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আলফাজ। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় খালিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, খালিদের শরীরের বিভিন্নস্থালে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। বাম পায়ের গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ঘটনাটি জেনেছি। পূর্ব বিধোরের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। তবে হামলার স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঋণের দায়ে গাভি কেড়ে নিলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারগিস

দামুড়হুদার খালিদকে কুপিয়ে জখম, রাজশাহী রেফার্ড

প্রকাশের সময় : ১০:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

রক্তাক্ত অবস্থায় খালিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রঘুনাথপুরে এ ঘটনা ঘটে। বিকেলেই আহত খালিদকে নিয়ে পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেছেন।

আহত খালিদ হাসান দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মসজিদপাড়ার মৃত. খিলাফত হাসানের ছেলে।

খালিদ হাসানের পরিবারের সদস্যরা অভিযোগ করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রায় ৬-৭ বছর আগে প্রতিবেশি লিটনের ছেলে আলফাজদের নিকট খালিদের মেজো বোনের ননদের ছেলে জমি বিক্রয় করেন। এই জমির বিক্রয়ের টাকা বাবদ তারা ব্যাংকের চেক দেন। তবে টাকা না থাকায় আলফাজের পিতা লিটনের বিরুদ্ধে চেক ডিজ-অনারে মামলা হয়। এবং একপর্যায়ে এই মামলার রায় ঘোষনা করেন আদালত।

তারা আরও বলেন, সম্প্রতি এই জমি ফেরত নিতে খালিদকে চাপ প্রয়োগ করে আলফাজ। এ নিয়েই দুজনের মধ্যে গণ্ডগোল হয়ে আসছিল। এরই জের ধরে বুধবার খালিদের নিজ বাড়িতে এসে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আলফাজ। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় খালিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, খালিদের শরীরের বিভিন্নস্থালে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। বাম পায়ের গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ঘটনাটি জেনেছি। পূর্ব বিধোরের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। তবে হামলার স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।