ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
Thank you for reading this post, don't forget to subscribe!
সোমবার (১১ নভেম্বর) ১৮ জন এবং মঙ্গলবার ১৬ জন ও একজন দালালকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে মহেশপুরব(৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বাংলাদেশি নাগরিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে। এ সময় বিজিবির টহল দল বিশেষ অভিযানে মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর এবং শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ১২ জন নারী, ১৫ জন পুরুষ এবং আট শিশুকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ