চুয়াডাঙ্গার ডুগডুগির পশুহাটে আব্দুল খালেক নামের এক গরু ব্যবসায়ীকে (৬৫) অচেতন করে নগত ৫০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১০ টা পর্যন্ত আব্দুল খালেকের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
সোমবার (০৪ অক্টোবর) আনুমানিক বেলা ১২টার দিকে দামুড়হুদার ডুগডুগি পশুহাটে এ ঘটনা ঘটে।
আব্দুল খালেক দামুড়হুদার পুড়োপাড়ার মৃত মমিনউল্লাহ ছেলে।
আব্দুল খালেকের স্ত্রী খোজেদা খাতুন বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগত ৫০ হাজার টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্য ডুগডুগির হাটে যান তিনি। বেলা ১২টার দিকে লোক মারফতে জানতে পারি তিনি অজ্ঞানপার্টির সদস্যরা অচেতন করে কাছে থাকা নগত ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে৷ হাটে থাকা পরিচিত অন্যান্য গরু ব্যবসায়ীরা আমার স্বামীকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে সন্ধ্যার আগেই নিয়ে আসি। রাত ১০টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ধারণা করা হচ্ছে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এএইচ