০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনার রাঙ্গিয়ারপোতায় ১৯৫ বোতল ফেনডিসিলসহ বাবা-ছেলে ধরা!

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ার মৃত মসলেম মিয়ার ছেলে রকিম মিয়া (৫০) ও তার ছেলে রিপন মিয়া (২৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওসি বিপ্লব কুমার সাহার দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে একটি চৌকস দল রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রিপন মিয়ার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১৫০ বোতল এবং রকিম মিয়ার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৪৫ বোতল বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের অনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। অভিযুক্তদের হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় নজরুল চেতনায় অরিন্দমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দর্শনার রাঙ্গিয়ারপোতায় ১৯৫ বোতল ফেনডিসিলসহ বাবা-ছেলে ধরা!

প্রকাশের সময় : ০২:০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ার মৃত মসলেম মিয়ার ছেলে রকিম মিয়া (৫০) ও তার ছেলে রিপন মিয়া (২৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওসি বিপ্লব কুমার সাহার দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে একটি চৌকস দল রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রিপন মিয়ার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১৫০ বোতল এবং রকিম মিয়ার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৪৫ বোতল বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের অনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। অভিযুক্তদের হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।