১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে মিলল কোটি টাকার স্বর্ণ


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে অবৈধপন্থায় ভারতে পাচারের সময় ছয় পিচ স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি-৬)। তবে পাচারকারিকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) সন্ধার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামূড়হুদা মডেল থানাধীন হুদাপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মজনুল করিম (পিবিজিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ৯৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকেন। এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি সীমান্তের দিকে আসলে তাকে গতিরোধ করে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের সাইলান্সারের পাইপের মধ্যে অভিনব কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো প্যাকেটে ৬টি স্বর্ণের বার (৮৭০ গ্রাম) জব্দ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে মিলল কোটি টাকার স্বর্ণ

প্রকাশের সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে অবৈধপন্থায় ভারতে পাচারের সময় ছয় পিচ স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি-৬)। তবে পাচারকারিকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) সন্ধার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামূড়হুদা মডেল থানাধীন হুদাপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মজনুল করিম (পিবিজিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ৯৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকেন। এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি সীমান্তের দিকে আসলে তাকে গতিরোধ করে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের সাইলান্সারের পাইপের মধ্যে অভিনব কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো প্যাকেটে ৬টি স্বর্ণের বার (৮৭০ গ্রাম) জব্দ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।