চুয়াডাঙ্গা সদরের কলাগাছি গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ্ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে কলাগাছি খাল থেকে শিশু আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রাতেই গ্রামের কবরস্থানে শিশু আব্দুল্লাহর মরদেহের দাফনকার্য সম্পন্ন হয়েছে।
নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রামের স্কুলপাড়ার আমীন আলীর ছেলে ও কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ ৫ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম
স্থানীয় সুত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ সহ তার সহপাটিরা কলাগাছি খালে শাপলা তুলতে যায়। এ সময় খালের পানিতে নামলে তলিয়ে যায় আব্দুল্লাহ। তার সহপাঠিরা চিৎকার চেচামেচি করলেও আশপাশে কেউ না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি। তারা গ্রামে ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্য ও স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আব্দুল্লাহ’র মরদেহ পাই।
এদিকে, ছেলে আব্দুল্লাহ’র মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা-মা যেন পাগল প্রায়। কিছুতেই কান্না থামছে না আব্দুল্লাহ’র পরিবারের সদস্যদের। রাত ৯টার দিকে জানাযার নামায শেষে গ্রামের কবরস্থানে শিশু আব্দুল্লাহ’র মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর বলেন, অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এএইচ