চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের কুকিয়া চাঁদপুর বাজার মোড়ে মেসার্স মনিরুজ্জামান টেলিকমে রাতের আঁধারে দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা সহ দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দীননাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে মনিরুজ্জামানের বড় ভাই বিল্লাল হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় জিডি করেন।
ভুক্তভোগী মনিরুজ্জামান বলেন, আমি দীর্ঘ দিন যাবত মেসার্স মনিরুজ্জামান টেলিকম নামে কুকিয়া চাঁদপুর মোড়ে কম্পিউটার, বিকাশ ও কসমেটিক এর ব্যবসা করে আসছি। গত শনিবার রাত সাড়ে ৯টার সময় যথারীতি দোকান বন্ধ করে বাসায় চলে আসি।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে দোকানে গিয়ে দেখি আমার দোকানের তালা ভেঙে আমার কম্পিউটার, দোকানে থাকা টাকা, কসমেটিক, ঘড়ি, বিভিন্ন খেলনা ও সিটি গোল্ডের জিনিস সহ আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকার মাল চুরি করে নিয়ে যায়।
বিল্লাল হোসেন বলেন, বেশ কিছু দিন আগে আমিও এখানে মুদি দোকানের ব্যবসা করতাম। সেই সময় আমার দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এখানে এতো গুলো দোকান থাকা সত্ত্বেও শুধু মাত্র আমাদের দোকান লুট হওয়া সন্দেহজনক বলে মনে করছি। কেউ আমাদের সাথে শত্রুতা করে এমন কাজ করতে পারে। এ ব্যাপারে আমি চুয়াডাঙ্গা সদর থানায় জিডি করেছি।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা বলেন, চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এমনকি আমি সেখানে গিয়ে দেখে এসেছি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, দোকানের মালামাল লুট হওয়ার ঘটনা এখনো আমার জানা নাই। অভিযোগ করে থাকলে আমরা দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
এএইচ