চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) অভিযান চালিয়ে রাসেল (৩০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৭ কেজি গাঁজা।
বুধবার (২৩ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ।
আটক রাসেল চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মাদকের বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল দর্শনার হল্ট চাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
এ ঘটনায় আটক রাসেলের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে দর্শনা থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।
এএইচ