তিন মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় মা ও ছেলে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয়।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনমোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচসহ উভয় দেশের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৩ সালের (১ নভেম্বর) ভারতের চব্বিশ পরগনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রীমতি কাজলি দাস ও তার ছেলে প্রাণ কুমার দাস ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এঘটনায় পুলিশ তাদের দুজনকে আটক করে আদালতে সোপর্দ করেন।
পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আদালত দুজনকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারত ফেরত পাঠানো হয়।
এএইচ