চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে এক ইউপি সদস্যের ব্যাটারিচালিত পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২০ অক্টোবর) দুপুর ১টার সময় ইউনিয়ন পরিষদে চত্বরে ঘটে৷ এঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য সদর থানায় একটি জিডি করেছেন।
ভ্যানটির মালিক মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম।
তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের গেটের সামনে ভ্যানটি রেখে চা পান করতে পাশ্ববর্তী দোকানে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি আমার ভ্যানটি নেই। আমি সহ অনেকেই ততক্ষণাৎ ভ্যানটি অনেক খোঁজা খুঁজি করেও ভ্যানটি পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভ্যান চুরির বিষয়ে আমি এখনো অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ