চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মতিয়ার রহমান বুদো (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ শনিবার (১২ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করেন।
আটক মতিয়ার রহমান বুদো আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের মৃত. ফকির চাঁন মণ্ডলের ছেলে। তিনি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এমন সংবাদ পেয়ে মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদি হয়ে আলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এএইচ