১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা থেকে সাভারে গিয়ে ধরা: ১৮ হাজার বোতল কেরুর মদসহ আটক ৩

সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর দেশীয় মদ উদ্ধার করেছে র‍্যাব ৩ এর একটি দল। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান।

সোমবার (০৭ অক্টোবর) রাতে র‍্যাব-৩, সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবদীন আলী (৫৮), বিশু রহমান (৩৭) ও আলিম (২১)।

র‍্যাব জানায়, র‍্যাবের কাছে গোপন তথ্যে খবর আসে যে সাভারের আমিনবাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাবে। তখন র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে অভিযান চালায়। এ সময় বড় একটি কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় মদ ও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাব-৩,সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে মাদক নিয়ে রাজধানীতে প্রবেশ করবে একটি কারবারি। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় বোতলকৃত মদ ও ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রাতে জব্দকৃত মালামাল ও আটকদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গা থেকে সাভারে গিয়ে ধরা: ১৮ হাজার বোতল কেরুর মদসহ আটক ৩

প্রকাশের সময় : ০১:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর দেশীয় মদ উদ্ধার করেছে র‍্যাব ৩ এর একটি দল। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান।

সোমবার (০৭ অক্টোবর) রাতে র‍্যাব-৩, সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবদীন আলী (৫৮), বিশু রহমান (৩৭) ও আলিম (২১)।

র‍্যাব জানায়, র‍্যাবের কাছে গোপন তথ্যে খবর আসে যে সাভারের আমিনবাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাবে। তখন র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে অভিযান চালায়। এ সময় বড় একটি কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় মদ ও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাব-৩,সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে মাদক নিয়ে রাজধানীতে প্রবেশ করবে একটি কারবারি। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় বোতলকৃত মদ ও ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রাতে জব্দকৃত মালামাল ও আটকদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।