০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কেরু কোম্পানিতে প্রকাশ্যে টেন্ডার বাক্স ভাংচুরের অভিযোগ

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের টেন্ডার বাক্স প্রকাশ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না।

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে কেরুজ চিনিকলের তৃতীয়তলার প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতিবছরের মত এবারো দরপত্র আহবান করা হয়। আজ সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। এ দিন বেলা ১২টার দিকে পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানো সম্পন্ন হয়। বাক্সটি বাইরে রাখা হলে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে তারা। যেহেতু পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।

আরও পড়ুন

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহিদ তিতুমির হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খালি টেন্ডার বাক্স নিয়ে ভাংচুর করেছে বলে জেনেছি। আগে থেকেই পুলিশ সেখানে ছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু খালি বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য কেরু কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাংচুরের সঙ্গে কারা জড়িত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আমরা সনাক্ত করতে পারিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

কেরু কোম্পানিতে প্রকাশ্যে টেন্ডার বাক্স ভাংচুরের অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের টেন্ডার বাক্স প্রকাশ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না।

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে কেরুজ চিনিকলের তৃতীয়তলার প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতিবছরের মত এবারো দরপত্র আহবান করা হয়। আজ সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। এ দিন বেলা ১২টার দিকে পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানো সম্পন্ন হয়। বাক্সটি বাইরে রাখা হলে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে তারা। যেহেতু পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।

আরও পড়ুন

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহিদ তিতুমির হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খালি টেন্ডার বাক্স নিয়ে ভাংচুর করেছে বলে জেনেছি। আগে থেকেই পুলিশ সেখানে ছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু খালি বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য কেরু কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাংচুরের সঙ্গে কারা জড়িত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আমরা সনাক্ত করতে পারিনি।