চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে সাকের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার পুটিমারী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কৃষক সাকের আলী উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত নারী
পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়ির পাশে গাংনির বিলের মাঠে কৃষি কাজ শেষে বাড়িতে ফিরছিলেন সাকের আলী। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু হয় তার। সাকের আলীর শরীরের বাম পাশ ও মুখমন্ডল পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য লিপন হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন মারা গেছে বলে শুনেছি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















