বাংলাদেশ জাতীয়তাবাদী চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও পৌর শাখার মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ।
রোববার (২২ সেপ্টম্বর) জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনার চুয়াডাঙ্গাস্থ বাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ সেপ্টম্বর) জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ভোটের দিকেও মনোনিবেশ করতে হবে। মহিলা দলের নেতা-কর্মীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ মহিলা দলই ভোটারদের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে।’ এসময় তিনি ওয়ার্ড পর্যায় থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী স্বচ্ছ ও ক্লিন ইমেজের মহিলা কর্মী সংগ্রহ করে ভোট ক্যাম্পেইন শুরু করার জন্য আহ্বান জানান। সভায় জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
আরও পড়ুন
কেউ বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : শরীফুজ্জামান শরীফ
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর শেফালী খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা মহিলা দলের আহ্বায়ক ছালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বহ্নি, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভিন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজেরা খাতুন, পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, দর্শনা থানা মহিলা দলের আহ্বায়ক নিলুয়ার পারভিন, দর্শনা পৌর মহিলা দলের আহ্বায়ক মাছুরা খাতুন এবং জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী।
এএইচ