চুয়াডাঙ্গার জীবননগরে ধান উড়ানোর সময় শাড়ি পেঁচিয়ে খোদেজা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সুবলপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খোদেজা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
আরও পড়ুন
দামুড়হুদায় মৃত ভাইকে দেখতে এসে ছোট বোনের মৃত্যু
পরিবার সূত্রে জানা গেছে, গত দুদিন আগে খোদেজা খাতুন জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের অসুস্থ ভাগনে আশাদুলকে দেখতে আসেন। বৃহস্পতিবার সকালে খোদেজা খাতুন ও তার বোন পাওয়ারট্রিলারের সাহায্য পাখা দিয়ে ধান পরিস্কার করছিলেন। এ সময় অসাবনাবশত খোদেজা খাতুনের পরনের শাড়ি পাখায় পেচিয়ে রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ধান উড়ানোর সময় অসাবধানতাবশত পাখায় শাড়ি পেচিয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এএইচ