০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদায় মৃত ভাইকে দেখতে এসে ছোট বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের বৃদ্ধ আরজুল্লাহ বিশ্বাস (৬৫) অসুস্থজনিত কারণে মারা যান।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি৷ তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার (৪৫)। বেলা ৩ টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত. বৃদ্ধ আরজুল্লাহ বিশ্বাস ও রুপশন নাহার দামুড়হুদায় উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বামনপাড়ার মৃত. শাহাজ উদ্দিন বিশ্বাসের সন্তান।

স্থানীয় ইউপি সদস্য শাহ মো. ফরহাদ রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে ভুগছিলেন বৃদ্ধ আরজুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন বলে সংবাদ পাই।

শাহ মো. ফরহাদ হোসেন বলেন, বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ঠাকুরপুর থেকে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার৷ ভাইয়ের মৃত্যুতে স্বজনদের সঙ্গে তিনিও কান্নাকাটি করছিলেন। বেলা ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য শাহ মো. ফরহাদ হোসেন বলেন, একই দিনে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃদ্ধ আরজুল্লাহকে নিজ গ্রামের ঈদগাঁ করবস্থান ও বোন রুপশন নাহারকে তার শ্বশুর বাড়ি ঠাকুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে।

One thought on “দামুড়হুদায় মৃত ভাইকে দেখতে এসে ছোট বোনের মৃত্যু

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

দামুড়হুদায় মৃত ভাইকে দেখতে এসে ছোট বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের বৃদ্ধ আরজুল্লাহ বিশ্বাস (৬৫) অসুস্থজনিত কারণে মারা যান।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি৷ তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার (৪৫)। বেলা ৩ টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত. বৃদ্ধ আরজুল্লাহ বিশ্বাস ও রুপশন নাহার দামুড়হুদায় উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বামনপাড়ার মৃত. শাহাজ উদ্দিন বিশ্বাসের সন্তান।

স্থানীয় ইউপি সদস্য শাহ মো. ফরহাদ রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে ভুগছিলেন বৃদ্ধ আরজুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন বলে সংবাদ পাই।

শাহ মো. ফরহাদ হোসেন বলেন, বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ঠাকুরপুর থেকে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার৷ ভাইয়ের মৃত্যুতে স্বজনদের সঙ্গে তিনিও কান্নাকাটি করছিলেন। বেলা ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য শাহ মো. ফরহাদ হোসেন বলেন, একই দিনে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃদ্ধ আরজুল্লাহকে নিজ গ্রামের ঈদগাঁ করবস্থান ও বোন রুপশন নাহারকে তার শ্বশুর বাড়ি ঠাকুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে।