‘তরুণ প্রজন্ম বেধেছে জোট মাদকের বিরুদ্ধে গড়ে তুলবে প্রতিরোধ, ছাত্র জনতা লড়বে সোনার বাংলা গড়বে’ এই স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জীবননগর পৌর এলাকার মুক্ত মঞ্চের সামনে ছাত্র সমাজের উদ্যোগে মাদকমুক্ত সমাজ চাই এই প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবী এআর রাজ, শিক্ষার্থী আল হাসান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য মো: তৌফিকুজ্জামান (শ্রাবণ), জীবননগর পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রিমন শাহারিয়া, পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সিদ্দিকী জয়, পৌর ছাত্রদলের অন্যতম সদস্য মাহফুজুর রহমান, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহিন, সীমান্ত ইউনিয়ন ছাত্রনেতা লিমন , শামিম, রায়পুর ইউনিয়ন ছাত্রনেতা তবিবুর, সচেতন ছাত্র সমাজের অন্যতম শিক্ষার্থী শিমুল , আলমাছ আনান, নাঈম শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবননগরে মাদক ব্যবসায়ীরা এখনো সবর। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন তারা।
এএইচ