চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, জামায়াত ইসলাম কোনো বিশৃঙ্খলা চায় না, সব সময় শান্তি চায়। কে জামায়াত করে, কে হিন্দু, কে খ্রিস্টান বাংলাদেশ জামায়াতে ইসলাম কোনো বৈষম্য করবে না। যার প্রতিই অন্যায় হোক না কেন আমরা তার প্রতিবাদ করবোই।’ এসময় তিনি সুন্দর চুয়াডাঙ্গা তথা দেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার (৮ সেপ্টেম্বর) জীবননগর উপজেলার হাসাদহ, রায়পুর ও বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসাদাহ বাজারে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন অ্যাড. রুহুল আমিন।
বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মফিজুর রহমানের সার্বিক পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
জীবননগর হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কামাল হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেন, রাজধানীসহ সারাদেশে ছাত্র-জনতা একটি আমূল পরিবর্তন এনে দিয়েছে। যখন ছাত্ররা বুক পেতে দিয়েছিল, তাদের মনে হয়েছিল এই পুলিশরা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে, সে তো এই দেশের মানুষ, আমার বুকে হয়ত গুলি করতে পারবে না। কিন্তু একটি চক্রের ইন্ধনে ছাত্রদের বুকে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। যার ফলাফল আল্লাহ বাস্তবে বিচার করেছেন। আজ সেই চক্রের মূলহোতারা দেশ থেকে পালিয়েছে।
রুহুল আমিন বলেন, বর্তমান সময়ে একটি চক্র হাট, ঘাট, বিল, বাওড়, জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সমস্ত কিছু যা দখল হয়েছে, যদি তা ফিরিয়ে না দেয়া হয়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোর করে তা ফিরিয়ে দেবে। আর দখল, লুটপাট, ভাঙচুর বন্ধ না করলে উচিত জবাব দেয়া হবে।
এএইচ