চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অবৈধ তরল জাতীয় ৫ লিটার লিটার রেকটিফাইড স্পিডসহ শাহাদাত হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক শাহাদাত হোসেন আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর চাতাল মোড় এলাকার মৃত. আব্দুল মান্নান খোকাই এর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেনের একটি দল আলমডাঙ্গার শাহাদাত হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরের আলমারির মধ্য থেকে ক্ষতিকর এলকোহলযুক্ত ৫ লিটার রেকটিফাইড স্পিড জব্দ করা হয়। আটক করা হয় শাহাদাত হোসেনকে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এএইচ