চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড়ের দক্ষিণপাড়া বারোয়ারী দূর্গা মন্দির নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। স্থানীয় এক আ.লীগের নেতার বিরুদ্ধে মন্দির উচ্ছেদ করে জমি দখলের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত সোমবার (০১ সেপ্টম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৪০৯ বঙ্গাব্দ থেকে দৌলৎদিয়ার দক্ষিণ পাড়া বারোয়ারী দূর্গা মন্দিরে দূর্গা পূজা শুরুর মাধ্যমে মন্দির স্থাপন করা হয়। এর পূর্বে থেকেই অত্র মন্দিরে সরস্বতী পূজা উদযাপন করা হতো।
১৪০৯ বঙ্গাব্দে অনিতা বাল সাধুখাঁর ৪ শতক জমির অর্ধেক খোলা অংশ জমিতে মন্দির স্থাপনের মাধ্যমে পূজা শুরু করেন স্থানীয় হিন্দুপাড়ার বাসিন্দারা। এবং তারপাশের অংশে বসবাস করতেন অনিতা বালা সাধুখাঁর ভাই মোহন সাধুখাঁ ।
চুয়াডাঙ্গা সদরের ৬৩ নং আড়িয়া নিবাসী সত্য গোপাল সাধুখাঁর স্ত্রী অনিতা সাধুখাঁ দৌলৎদিয়াড়ের বাসিন্দা সুলতান মন্ডলের কাছ থেকে জমি ক্রয় করেন। কিন্তু জমি ক্রয়ের প্রায় ১২ বছর পর অনিতা সাধুখাঁ জানতে পারেন ক্রয়কৃত জমির পরিবর্তে তাকে হাতিকাটা গ্রামের অন্য একটি জমির দাগ নাম্বারে তার জমির দলিল করে দেওয়া হইছে। যার মালিকানা অন্য ব্যাক্তির নামে।
এরপর থেকেই শুরু হয় অত্যাচার। অনিতা বালা সাধুখাঁর ভাই মোহন সাধুখাঁ জমি ছেড়ে অন্যত্র বসবাসের উদ্দেশ্য চলে যান। জমির মালিকানা দাবি করেন স্থানীয় আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার হাবলুর রহমান (হাবলু)।
তিনি দীর্ঘদিন যাবৎ এলাকা বাসীকে জমির আশ্বাস দিয়ে ভোট নিয়ে টানা ৩য় বারের মতো ইউপি মেম্বার নির্বাচিত হলেও মন্দির লিখে দেওয়ার কথা বললেই তিনি বারবার এড়িয়ে যান।
পরবর্তীতে সুলতান মন্ডলের মেজ ছেলে ইউপি মেম্বার হাবলুর রহমান হাবলু এর ভাই নুরুল ইসলারের শরণাপন্ন হন মন্দির কমিটি। তার নিকট মন্দিরের জমি দেওয়ার কথা বললে তিনি জমি দিতে অস্বীকার করেন এবং জমির অবাস্তব মূল্য নির্ধারণ করেন।

পরবর্তীতে ইউপি মেম্বার হাবলুর রহমান হাবলুর আশ্বাসে পূজা চালিয়ে যান মন্দির কমিটি। তিনি আশ্বাস দেন মন্দিরের অংশ মন্দিরের নামে দলিল করে দেওয়া হবে। তবে ২০২১ সালের শেষ দিকে অবাস্তব মূল্য জমি কেনার জন্য মন্দির কমিটিকে বলেন হাবলু মেম্বার। না কিনলে মন্দিরে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর মন্দির কমিটি মন্দির সরিয়ে না নিলে শুরু হয় মামলার হুমকি। ইউপি সদস্য হাবলুর রহমান হাবলু এবং তার ভাগ্নে শিপন দফায় দফায় মন্দির কমিটিকে মামলায় হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন।
এবং সম্প্রতি সময়ে ইউপি চেয়ারম্যান হাবলুর রহমান হাবলুর ভাগ্নে শিপন তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক তথ্য এবং মন্দির দখল করা হচ্ছে মর্মে মিথ্যা তথ্যা ছড়াচ্ছে বলে জানায় মন্দির কমিটি। যার পরিপেক্ষিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ নিয়ে শঙ্কায় আছেন মন্দির কমিটি এবং গ্রামবাসী।
দৌলৎদিয়ার দক্ষিণপাড়া বারোয়ারী দূর্গা মন্দির কমিটির সভাপতি সন্জয় সাধুখাঁ জানান, আমাদের প্রতিনিয়ত মামলার হুমকি এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা আসন্ন দূর্গাপূজা উদযাপন নিয়ে আমরা শঙ্কিত। আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং মন্দির রক্ষা এবং এলাকাবাসীর নিরাপত্তার অনুরোধ জানাচ্ছি ।
বারোয়ারী দুর্গা মন্দির কমিটির কোষাধ্যক্ষ অঞ্জন সাহা আবির বলেন, আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছি। আমরা ভয়-ভীতির কারণে এখন শঙ্কিত। এ সমস্যার সমাধান প্রয়োজন।
এএইচ