চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরায় শ্রীমতি চায়না বালা (৬২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে এঘটনা ঘটে।
শ্রীমতি চায়না বালা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের হালদারপাড়ার আজদিনাথ হালদারের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন যাবত শরীরে একাধিক টিউমার বয়ে বেড়াচ্ছিলেন শ্রীমতী চায়না বালা। প্রায় সময় অসুস্থতায় ছটফট করতে দেখা হতো। দুপুরে সকলের অগচরে গলায় ফাঁস দেয় তিনি। বিষয়টি পরিবারের একজন সদস্য দেখতে পেয়ে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনা হয়। এরপর মাথায় পানি দেয়া হলেও কোন সাড়া শব্দ পাওয়া না গেলে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও বলেন, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। হয়তো কষ্ট সইতে না পেরে আত্মহত্যার পথ বেচে নিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
One thought on “চুয়াডাঙ্গায় অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে নারীর আত্মহত্যা”