চুয়াডাঙ্গায় ‘বাতিঘর চুয়াডাঙ্গা’ নামক একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
রোববার (০১ আগস্ট) বিকেলে পৌর এলাকার পলাশপাড়ায় বাতিঘর চুয়াডাঙ্গা’ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ .আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূর হোসেন, চুয়াডাঙ্গা লাইফ কেয়ার হোমিও সেন্টারের পরিচালক ডা. রওনক আফরিন রুবী।
বাতিঘরের পরিচালক মাহমুদা অনি বলেন, ‘বাতিঘর চুয়াডাঙ্গা’ হলো একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান , যেখানে বাচ্চাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, হাতের লেখা, চিত্রাঙ্কন, কোরআন শিক্ষা, ইংলিশ স্পোকেন সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম অতি যত্নের সাথে শেখানো হয়। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। বাতিঘরের মূল উদ্দেশ্য হলো গতানুগতিক শিক্ষা পদ্ধতির বলয় থেকে বের হয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামের সমন্বয়ে পড়াশোনার পরিবেশকে আনন্দময় করে তোলা। প্রতিটি বাচ্চার মেধার বিকাশ ঘটানো।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদা ডি এস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (ইংরেজি) ক্যামেলিয়া আফরোজ, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও সুর কানন একাডেমির সংগীত প্রশিক্ষক নুসরাত জাহান করবী, ড.এ.আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (ইংরেজি) ফারহানা বিথী, সংবাদকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএইচ