মেহেরপুরে জহুরুল ইসলাম নামের এক ওষুধ ব্যবসায়ীর বসতবাড়ির গেটের সামনে থেকে একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) ভোরে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জহুরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। জহুরুল ইসলাম মিঠু চৌগাছা গ্রামের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।
জহিরুল ইসলাম মিঠু বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ রঙের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মােড়ানো একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















