অনলাইন নিউজ পোর্টাল ‘রেডিও চুয়াডাঙ্গা’য় গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাংবাদিক শেখ সেলিম লিখিত “চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে একটি পক্ষ”- শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।
শুক্রবার (৩০ আগস্ট) কবি নজমুল হেলাল হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তায় এক প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্য মূলক বলে দাবি করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত শুক্রবার (২৯ আগস্ট) রেডিও চুয়াডাঙ্গার অনলাইনে সাংবাদিক শেখ সেলিম লিখিত “চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে একটি পক্ষ”- শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যা ভিত্তিহীন উদ্দেশ্য মূলক ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং আমার ৫০ বছরের সাহিত্য কাব্য চর্চা জীবন ও সামাজিক মর্যাদা হানিকর এবং আমাদের বর্তমান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যকরী কমিটির ও উপদেষ্টা কমিটির জন্যও মানহানিকর বটে।
গঠনতন্ত্র মোতাবেক সাংবাদিক এম এ মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় সর্বসম্মতিক্রমে আমার উপস্থিতিতে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে আমি গত ৫ আগস্ট থেকে পলাতক আছি। ইহা মোটেও সঠিক নয়। আমি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বল্প সময়ের জন্য ঢাকার সায়েদাবাদ গিয়েছিলাম, আবার কাজ শেষে চুয়াডাঙ্গাতে ফিরেও এসেছি। এছাড়া আমি কোন রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। আমি শেখ সেলিমের এই প্রতিবেদনের আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সবার গর্ব এবং তার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা মর্যাদার আসনে রাখি। জনাব শেখ সেলিমও আমার সভাপতিত্বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ আয়োজিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনিতে অংশগ্রহণ করে তার মতামত প্রকাশ করেছেন। সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি তাকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য না করার দায় তো আমাদের নয়।
উল্লেখ্য আমার উপর সম্প্রতি হামলা করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ দখল করার অপচেষ্টা ব্যর্থ হওয়ার বিষয়টি ঢাকার কোনসূত্র এখানে আছে কিনা তাও ভাববার বিষয়। তবে আমি নিরাপত্তাহীনতার আশঙ্কার মধ্যেই প্রকাশ্যে চলাফেরা করছি।
এএইচ