চুয়াডাঙ্গায় জাকজমকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আল-মুহসিন সমাজ কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকালে শহরের মাছপট্টি এলাকায় পিওনের লার্নিং ইনিস্টিউটের হলরুমে ‘সেচ্ছাসেবায় সবার পাশে নবীন আলোর পথ তালাশে’ এই স্লোগানকে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আরাফাত ইসলাম সবাইকে স্বাগত জানিয়ে আর্থিক প্রতিবেদন পেশ করেন।
তিনি আরো বলেন, আমরা গরীব দুস্থদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা পুরো রমজান মাসজুড়ে সদর হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য সাহরির ব্যবস্থা করেছি। পাশাপাশি স্টেশন, বিভিন্ন স্থানে মোড়ে এই কার্যক্রম চালাই। অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা সকল ভাল কাজের পাশে আছি। সকল মানবিক কাজে অংশগ্রহণ করতে চাই আমরা।
সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম সাংগঠনিক প্রতিবেদনে বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে এখন ৬৪৩ ব্যাগ ব্লাড রক্ত রোগীদের বিনামূল্যে দিতে সক্ষম হয়েছি। আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। যেন রোগীদের রক্তের জন্য কোথাও যেন হয়রানির শিকার হতে না হয়। আমাদের স্বেচ্ছাসেবক দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।
তিনি আরও বলেন, আমরা মাসব্যাপী সেহরি দেওয়ার পাশাপাশি ১০ টির অধিক ব্লাড ক্যাম্পেইন, অসহায় মানুষদের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ, অজ্ঞাত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা সহ তীব্র গরমে রাস্তার পথচারীদের জন্য ঠান্ডা স্যালাইন পানি, রিকশা ভ্যান চালকদের জন্য ক্যাপ ছাতার ব্যবস্থা করেছি।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক ফাহিম উদ্দিন মভিন, সংগঠনের সকল সদস্য, উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ