১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ের পর ওঁঝার ঝাঁড়ফুক, প্রাণ গেল বৃদ্ধার

  • আরাফাত ইসলাম
  • প্রকাশের সময় : ১০:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ৩১৮ views

চুয়াডাঙ্গা সদরের গবরগাড়ায় সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এর আগে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতেই সাপের কামড়ে আহত হন মরিয়ম খাতুন৷ পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঁঝার নিকট নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেয়ার পথ্যেই তিনি মারা যান।

নিহত মরিয়ম খাতুন সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের মাঝেরপাড়ার মৃত. ফরাজির স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাড়িতে একটি বিষধর সাপ বৃদ্ধা মরিয়মের ডান পায়ের আঙ্গুলে কামড় দেন৷ পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঁঝার নিকট নিয়ে যান।

যেখানে ক্ষতস্থানে কেটে বিষ নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় সদর হাসপাতালে। পরে জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় বৃদ্ধাকে জরুরি বিভাগের নিয়ে আসেন।পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছে। তবে আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে সাপের কামড়ে বৃদ্ধা মারা গেছেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

চুয়াডাঙ্গায় সাপের কামড়ের পর ওঁঝার ঝাঁড়ফুক, প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশের সময় : ১০:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা সদরের গবরগাড়ায় সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এর আগে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতেই সাপের কামড়ে আহত হন মরিয়ম খাতুন৷ পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঁঝার নিকট নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেয়ার পথ্যেই তিনি মারা যান।

নিহত মরিয়ম খাতুন সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের মাঝেরপাড়ার মৃত. ফরাজির স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাড়িতে একটি বিষধর সাপ বৃদ্ধা মরিয়মের ডান পায়ের আঙ্গুলে কামড় দেন৷ পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঁঝার নিকট নিয়ে যান।

যেখানে ক্ষতস্থানে কেটে বিষ নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় সদর হাসপাতালে। পরে জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় বৃদ্ধাকে জরুরি বিভাগের নিয়ে আসেন।পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছে। তবে আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে সাপের কামড়ে বৃদ্ধা মারা গেছেন।

এএইচ