চুয়াডাঙ্গার দর্শনায় গভীর রাতে একটি মাটি-বালি কাটা ভেকু পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে দর্শনা দক্ষিণচাঁদপুর ছটাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সোহেল বাদি হয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা হানা দেয় দর্শনা দক্ষিণচাঁদপুর ছটাঙ্গা মাঠে। এসময় ওই মাঠে বালির খোলায় থাকা একটি এস্কেভেটর পুড়িয়ে দিয়ে সকলের অজান্তে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরদিন গতকাল বুধবার সকালে বালি খোলার মালিক দক্ষিণচাঁদপুর গ্রামের হাজী আকমত আলীর ছেলে সোহেল বালিখোলায় এসে ভেকুটি আগুনে পোড়া দেখে হতভম্ব হয়ে পড়ে।
ভুক্তভোগী সোহেল বলেন, রাত ১২ টা পর্যন্ত এস্কেভেটরটি দিয়ে খোলায় বালি তুলে বন্ধ করে ড্রাইভার সহ আমি বাড়ি চলে আসি। সকালে বালি খোলায় এসে দেখি কে বা কাহারা রাতে এস্কেভটরটি পুড়িয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, বেশকিছুদিন আগে এস্কেভেটরটি ভাড়া করে নিয়ে এসেছি জীবননগর ঠিকাদার ব্যবসায়ী জাকামোল্লার কাছ থেকে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
সুত্র : দৈনিক আকাশ খবর
এএইচ