০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার মোমিনপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে দুর্বৃত্তরা মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে প্রকাশ্যে হত্যা করা হয়।

স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গোলাম ফারুক জোয়ার্দ্দার বিকেল পাঁচটার দিকে বাজার থেকে বাড়ির জন্য কিছু ফল কেনেন।

ফল কিনে মোটরসাইকেলযোগে সরিষাডাঙ্গা গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথে দুর্বৃত্তরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নীলমণিগঞ্জ মসজিদের ফটকের সামনে তাঁর গতিরোধ করেন। এরপর তারা তাঁকে মাথায় আঘাত করা হয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ধারালো অস্ত্রের আঘাতে কৃষক লীগের এই নেতার মাথা, কপাল, ঘাড় ও কোমরে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

নীলমণিগঞ্জ বাজারের কয়েকজন বলেন, কবিখালী গ্রামের একজন মাংস বিক্রেতার নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছেন।

তাঁদের ভাষ্যমতে, চেয়ারম্যান থাকাকালীন গোলাম ফারুক জোয়ার্দ্দার কবিখালী গ্রামের ওই মাংস বিক্রেতাকে জরিমানা ও শাস্তি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তারই প্রতিশোধ হিসেবে আজ বিকেলে এই হামলা চালানো হয়। যা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

One thought on “চুয়াডাঙ্গার মোমিনপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুককে কুপিয়ে হত্যা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মোমিনপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৬:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে দুর্বৃত্তরা মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে প্রকাশ্যে হত্যা করা হয়।

স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গোলাম ফারুক জোয়ার্দ্দার বিকেল পাঁচটার দিকে বাজার থেকে বাড়ির জন্য কিছু ফল কেনেন।

ফল কিনে মোটরসাইকেলযোগে সরিষাডাঙ্গা গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথে দুর্বৃত্তরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নীলমণিগঞ্জ মসজিদের ফটকের সামনে তাঁর গতিরোধ করেন। এরপর তারা তাঁকে মাথায় আঘাত করা হয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ধারালো অস্ত্রের আঘাতে কৃষক লীগের এই নেতার মাথা, কপাল, ঘাড় ও কোমরে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

নীলমণিগঞ্জ বাজারের কয়েকজন বলেন, কবিখালী গ্রামের একজন মাংস বিক্রেতার নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছেন।

তাঁদের ভাষ্যমতে, চেয়ারম্যান থাকাকালীন গোলাম ফারুক জোয়ার্দ্দার কবিখালী গ্রামের ওই মাংস বিক্রেতাকে জরিমানা ও শাস্তি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তারই প্রতিশোধ হিসেবে আজ বিকেলে এই হামলা চালানো হয়। যা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।