০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক জামাল হোসেন।

এদিকে, হত্যার হুমকিদাতা মাদক ব্যবসায়ী রাজনের বিরুদ্ধে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নিতে গড়িমশি করে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

জানা যায়, জীবননগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাধবখালীর প্রান্তিক কৃষক আব্বাস উদ্দিনের ছেলে রাজন (৩৫) এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সম্প্রতি মুদিখানা ও মোবাইল-বিকাশের দোকান দিলেও অন্তরালে মাদক ব্যবসার সাথে জড়িত।

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় তার মাদক ব্যবসার নেটওয়ার্ক নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক জামাল হোসেন। এতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজন সাংবাদিকদের ওপর চরম ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান ভুক্তভোগী সাংবাদিক ও জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন। তবে মাদক ব্যবসায়ী রাজনের বিরুদ্ধে জিডি নিতে গড়িমশি শুরু করেন জীবননগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) একরামুল হোসাইন ও শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল। এসময় তারা সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্যও করেন। তবে সাংবাদিকদের তোপের মুখে এক পর্যায়ে জিডি নিতে বাধ্য হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, রাজন একজন প্রান্তিক কৃষকের ছেলে হলেও হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। তিনি এলাকায় এক আতঙ্কের নাম। তার সাথে বিজিবি-পুলিশের সখ্যতা থাকায় তার সব অপকর্ম ওপেন সিক্রেট হলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এদিকে, জীবননগর থানায় জিডি করতে গিয়ে সাংবাদিক হয়রানির শিকার হওয়ায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান সাংবাদিক জামাল হোসেনকে মুঠোফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তিনি থানায় গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

জীবননগরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ১২:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক জামাল হোসেন।

এদিকে, হত্যার হুমকিদাতা মাদক ব্যবসায়ী রাজনের বিরুদ্ধে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নিতে গড়িমশি করে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

জানা যায়, জীবননগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাধবখালীর প্রান্তিক কৃষক আব্বাস উদ্দিনের ছেলে রাজন (৩৫) এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সম্প্রতি মুদিখানা ও মোবাইল-বিকাশের দোকান দিলেও অন্তরালে মাদক ব্যবসার সাথে জড়িত।

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় তার মাদক ব্যবসার নেটওয়ার্ক নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক জামাল হোসেন। এতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজন সাংবাদিকদের ওপর চরম ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান ভুক্তভোগী সাংবাদিক ও জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন। তবে মাদক ব্যবসায়ী রাজনের বিরুদ্ধে জিডি নিতে গড়িমশি শুরু করেন জীবননগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) একরামুল হোসাইন ও শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল। এসময় তারা সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্যও করেন। তবে সাংবাদিকদের তোপের মুখে এক পর্যায়ে জিডি নিতে বাধ্য হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, রাজন একজন প্রান্তিক কৃষকের ছেলে হলেও হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। তিনি এলাকায় এক আতঙ্কের নাম। তার সাথে বিজিবি-পুলিশের সখ্যতা থাকায় তার সব অপকর্ম ওপেন সিক্রেট হলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এদিকে, জীবননগর থানায় জিডি করতে গিয়ে সাংবাদিক হয়রানির শিকার হওয়ায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান সাংবাদিক জামাল হোসেনকে মুঠোফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তিনি থানায় গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।