চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেল পাম্পের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা করছে, রাতের যে কোন সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন এই অজ্ঞাত ব্যক্তি।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে সন্তোষপুর তেল পাম্পের অদূরে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জীবননগর থানার পুলিশ।
স্থানীয়রা ধারণা করছেন, ওই ব্যক্তি হয়ত মানসিক প্রতিবন্ধী। রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন।
সন্তোষপুর গ্রামের আকলিমা খাতুন নামের এক নারী জানান, ‘ভোরে ফজরের আজানের পর রাস্তায় একটি শব্দ শুনতে পাই। আমরা গিয়ে দেখি ওই ব্যক্তি সড়কের পাশে কাতরাচ্ছে। আমি তার মাথায় পানি দেয়ার জন্য বাড়িতে পানি আনতে গিয়ে ফিরে এসে দেখি তিনি মারা গেছেন।’
স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর এক প্রতিবন্ধী ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এএইচ