মেহেরপুরের গাংনি উপজেলার শানঘাট স্বপন (১৪) নামের এক কিশোরের আকস্মিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পরিবারের সদস্যরা স্বপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কিশোর স্বপন মেহেরপুরের গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামের আব্দুল গনির ছেলে।

পরিবারের সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে জানান, বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমের কারণে কিশোর স্বপন নিজ বাড়ির ছাদের উপরে হাওয়া খেতে যায়। কিছুক্ষন পর পরিবারের একজন সদস্য ছাঁদে স্বপনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্বপনকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহবুবা মুস্তোরি মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিবারের সদস্যরা স্বপনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছেন। পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষনা করা হয়েছে।

গাংনী থানা পুলিশের পরিদর্শক ( ওসি) তাজুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সানঘাট গ্রামে একটি ছেলে মারা গেছে শুনেছি, তার পরিবার জানিয়েছেন, স্বপন মাঝে মাঝে অচেতন হয়ে যেতো। তাদের কোনো অভিযোগ নেই। আমরা বিষয়টি তদন্ত করছি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি ছেলে মারা গেছে শুনেছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। বিষয়টি গাংনী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
এএইচ