চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ৯ টার দিকে দর্শনা পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে প্রেসক্লাবের সার্বিক বিষয়ে খোজ খবর নেন দর্শনা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এমপি আলী আজগার টগর।
এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, সমিতির সহসভাপতি কামরুজজামান যুদ্ধ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, কার্যনির্বাহী সদস্য-এফএ আলমগীর, ফরহাদ হোসেন। সাংবাদিক সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, কার্যনির্বাহী সদস্য- চঞ্চল মেহমুদ প্রমুখ।
এএইচ