চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদিতে গাড়ি ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসিবুল ইসলাম (৩৫) নামের একজনকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের স্কুলপাড়ার ওয়াহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন লাটাহাম্বার চালক।
আহতের চাচতো ভাই শাহাজান আলী বলেন, হাসিবুলের লাটাহাম্বায় করে গত পাঁচ মাস আগে ভুট্টা নিয়ে এসেছিলো মধু। সেই গাড়ি ভাড়ায় টাকা এখনো দেয়নি। আজও হাসিবুল ভোগাইলবগাদি গিয়েছিলো মধুর কাছে গাড়ি ভাড়ার টাকা নিতে ।মধু বলে আমি তোকে টাকা দিয়ে দিয়েছি। ওখানে দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। তার একপর্যায়ে মধুর হাতে থাকা বিদেশি টস লাইট দিয়ে হাসিবুলের নাকে একাধিক আঘাত করে এবং ধাক্কা দিলে মাথা দেয়ালে লাগে। এতে হাসিবুল গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল কাদের বলেন, নাকের উপরে কিছুটা কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



























