০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নি হ ত, আহত ৩

স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধার পর হাটবোয়ালিয়া থেকে গাংনীর দিকে যাচ্ছিল মোটরসাইকেল। এবং গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে আসছিল অপর মোটরসাইকেলকে। দুটি মোটরসাইকেলেরই মধ্যে একটি বাইকের গতি বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদিপ্রবাসী দুলাল মালিথার ছেলে সাঈদ আহমেদ সোয়াদ (১৮)। আহতরা হলেন একই গ্রামের বাহাদুর (২২) ও সাগর (১৬) এই তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন, অপর মোটরসাইকেলে ছিলেন চুয়াডাঙ্গা সদরের রনি (২৫)। তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সোয়াদের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নি হ ত, আহত ৩

প্রকাশের সময় : ১০:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধার পর হাটবোয়ালিয়া থেকে গাংনীর দিকে যাচ্ছিল মোটরসাইকেল। এবং গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে আসছিল অপর মোটরসাইকেলকে। দুটি মোটরসাইকেলেরই মধ্যে একটি বাইকের গতি বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদিপ্রবাসী দুলাল মালিথার ছেলে সাঈদ আহমেদ সোয়াদ (১৮)। আহতরা হলেন একই গ্রামের বাহাদুর (২২) ও সাগর (১৬) এই তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন, অপর মোটরসাইকেলে ছিলেন চুয়াডাঙ্গা সদরের রনি (২৫)। তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সোয়াদের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।