০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেন আটকে বিক্ষোভ, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একমাত্র জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে কপোতাক্ষ ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এতে শুধুমাত্র খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড়ঘণ্টা পর অপর লাইন দিয়ে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে সেটিও লাল কাপড় দিয়ে থামিয়ে দেন আন্দোলকারীরা। অর্থাৎ জয়রামপুর স্টেশনে দুটি ট্রেনই আটকে রাখা হয়েছে। এর কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়েছে নকশীকাঁথা মেইল ট্রেন।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে ‘জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী ট্রেনটি অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। পরে ৬টা ৫৫ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে সেটিও অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করে।

এদিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) ঘটনাস্থলে হুমায়ুন কবীর ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।

এলাকাবাসীর দাবি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমাদের দামুড়হুদা থানার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন হতে যাতায়াত করা লক্ষাধিক মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ মানুষ ইতিমধ্যেই দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রা বিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সাগরদাঁড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস এই দুই ট্রেন আটকে বিক্ষোভ করছে বলে জেনেছি। এতে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা স্টেশনে ৫টা ৫৫ মিনিট থেকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। আপাতত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

এদিকে সন্ধা ৭টা ১০মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

চুয়াডাঙ্গায় ট্রেন আটকে বিক্ষোভ, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একমাত্র জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে কপোতাক্ষ ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এতে শুধুমাত্র খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড়ঘণ্টা পর অপর লাইন দিয়ে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে সেটিও লাল কাপড় দিয়ে থামিয়ে দেন আন্দোলকারীরা। অর্থাৎ জয়রামপুর স্টেশনে দুটি ট্রেনই আটকে রাখা হয়েছে। এর কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়েছে নকশীকাঁথা মেইল ট্রেন।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে ‘জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী ট্রেনটি অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। পরে ৬টা ৫৫ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে সেটিও অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করে।

এদিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) ঘটনাস্থলে হুমায়ুন কবীর ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।

এলাকাবাসীর দাবি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমাদের দামুড়হুদা থানার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন হতে যাতায়াত করা লক্ষাধিক মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ মানুষ ইতিমধ্যেই দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রা বিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সাগরদাঁড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস এই দুই ট্রেন আটকে বিক্ষোভ করছে বলে জেনেছি। এতে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা স্টেশনে ৫টা ৫৫ মিনিট থেকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। আপাতত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

এদিকে সন্ধা ৭টা ১০মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।