চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় মোটরসাইকেল ও লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টুটুল নামে একজন মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আহত হয়েছেন মিলন (২৫) নামের আরেক মোটরসাইকেল আরোহী। তাকে আশংকাজন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে হাটবোয়ালিয়া সড়কে খোরদ কবরস্থানের নিকট এ দূর্ঘটনা ঘটে।
নিহত টুটুল (২৬) আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইখলাসের ছেলে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এএইচ