বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা ওয়ালিদ হাসানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন চলমান রয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে বনজ, ফলজ, ভেষজ ও বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়েছে। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে – প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা যেকোনো দুর্যোগে সর্বদা সজাগ থাকা ও মোকাবেলায় অগ্ৰগামী থাকার আশ্বাস প্রদান করে এবং চলমান বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে সবুজের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























