জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে সামাজিক কাজের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা ওয়ালিদ হাসানের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ,চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা এবং ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলজ,বনজ , ঔষধি ও বিভিন্ন ধরনের ফুলের গাছ বৃক্ষরোপণের করা হয়।

এ সময় উক্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃক্ষরোপনকালে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ‘সবুজের বাংলাদেশ’ গড়ে তোলার ব্যাপারে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























