০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর খবর

চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্ভুক্ত সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে সুলতানপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১২টার দিকে সুলতান সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএফএফ’র গুলিয়ে ইব্রাহিম মারা গেছেন। বিজিবির পক্ষ থেকে মরদেহ নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের জানিয়েছেন, দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ইব্রাহিম। এ সময় ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের গুলিয়ে তিনি মারা যান। ইব্রাহিম পেশায় একজন চা দোকানি। তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে বলেন, পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছেন। তিনি সীমান্তের কাছাকাছি ঘাস কাটছে গিয়েছিলেন। যেহেতু মরদেহ আমরা পাইনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত হতে রেডিও চুয়াডাঙ্গার পক্ষ থেকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়াও তার হোয়াইটঅ্যাপস নাম্বারে ক্ষুদে বার্তা দিলেও তিনি কোন উত্তর দেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর খবর

প্রকাশের সময় : ০১:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্ভুক্ত সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে সুলতানপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১২টার দিকে সুলতান সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএফএফ’র গুলিয়ে ইব্রাহিম মারা গেছেন। বিজিবির পক্ষ থেকে মরদেহ নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের জানিয়েছেন, দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ইব্রাহিম। এ সময় ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের গুলিয়ে তিনি মারা যান। ইব্রাহিম পেশায় একজন চা দোকানি। তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে বলেন, পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছেন। তিনি সীমান্তের কাছাকাছি ঘাস কাটছে গিয়েছিলেন। যেহেতু মরদেহ আমরা পাইনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত হতে রেডিও চুয়াডাঙ্গার পক্ষ থেকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়াও তার হোয়াইটঅ্যাপস নাম্বারে ক্ষুদে বার্তা দিলেও তিনি কোন উত্তর দেননি।