০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ কর্মশালার আয়োজন করা হয়। পুলিশ সদস্যদের সঠিক খাদ্যভ্যাস ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)

সভায় প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নজরদারি মেডিকেল অফিসার ডা. সাদিয়া হক সূচনা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

আলোচনায় পুষ্টির গুরুত্ব, খাদ্যাভ্যাসের প্রভাব এবং মানসিক চাপ মোকাবেলার নানা কৌশল তুলে ধরা হয়।

আলোচকরা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সঠিক অভ্যাস গড়ে তোলা পুলিশ সদস্যদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মশালায় পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। তারা মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস বিষয়ক নানা প্রশ্ন উত্থাপন করেন এবং তাৎক্ষণিক সমাধানও পান। 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১ (ডিএসবি), সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ কর্মশালার আয়োজন করা হয়। পুলিশ সদস্যদের সঠিক খাদ্যভ্যাস ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)

সভায় প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নজরদারি মেডিকেল অফিসার ডা. সাদিয়া হক সূচনা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

আলোচনায় পুষ্টির গুরুত্ব, খাদ্যাভ্যাসের প্রভাব এবং মানসিক চাপ মোকাবেলার নানা কৌশল তুলে ধরা হয়।

আলোচকরা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সঠিক অভ্যাস গড়ে তোলা পুলিশ সদস্যদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মশালায় পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। তারা মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস বিষয়ক নানা প্রশ্ন উত্থাপন করেন এবং তাৎক্ষণিক সমাধানও পান। 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১ (ডিএসবি), সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।