০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় ২ জন নিহত

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ময়মনসিংহে দুজন ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১১ মে) বেলা ৩টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সজীব (২৩) ও সুরুজ মিয়া (৬০)। সজীব বাড়েরা এলাকার আব্দুল মজিদের ছেলে ও সুরুজ মিয়া মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।

নিহত সজীবের চাচা মো. আজাদ জানান, সজীব গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ে গাছটি উপড়ে যায়। এতে সে চাপা পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।

নিহত সুরুজের ভাতিজা রাসেল জানান, সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক ঝড়ে গাছের একটি ডাল ভেঙে তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সততা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, নিহতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য কিছু সহযোগিতা করা হয়েছে। পরে আবার তাদের আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় ২ জন নিহত

প্রকাশের সময় : ১০:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ময়মনসিংহে দুজন ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১১ মে) বেলা ৩টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সজীব (২৩) ও সুরুজ মিয়া (৬০)। সজীব বাড়েরা এলাকার আব্দুল মজিদের ছেলে ও সুরুজ মিয়া মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।

নিহত সজীবের চাচা মো. আজাদ জানান, সজীব গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ে গাছটি উপড়ে যায়। এতে সে চাপা পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।

নিহত সুরুজের ভাতিজা রাসেল জানান, সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক ঝড়ে গাছের একটি ডাল ভেঙে তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সততা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, নিহতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য কিছু সহযোগিতা করা হয়েছে। পরে আবার তাদের আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।