০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাড়াবাড়ীয়ায় চাচা শ্বশুরকে ছুরিকাঘাতে হ ত্যা

মাদকাসক্ত মেয়ে জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৪) খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুলপাড়ার মৃত লেকসার আলীর ছেলে। জামাই ঘাতক সবুজর একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে। 

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, জামাই সবুজ ভোর রাতে বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ইলিয়াস হোসেন পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। এরপর পেটে ছুরি দিয়ে আঘাত করলে ভুড়ি বের যায়। পরে আহতবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনালে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘাতক সবুজের শ্যালক আব্দুল্লাহ বলেন, বোনের জামায় মাদকাসক্ত হওয়ায় টাকা চেয়ে অত্যাচার নির্যাতন করে আমার বোনকে ৩ দিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে এসেছে। বোনকে নিয়ে যাবার অজুহাতে গত রাতে আমাদের বড়ি আসে সবুজ। সকালে কথাকাটির এক পর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে আমার চাচাকে হত্যা করে সবুজ। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই। 

গাংনী থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক সবুজকে পরিবার ও স্থানীয়রা আটক করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

গাড়াবাড়ীয়ায় চাচা শ্বশুরকে ছুরিকাঘাতে হ ত্যা

প্রকাশের সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

মাদকাসক্ত মেয়ে জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৪) খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুলপাড়ার মৃত লেকসার আলীর ছেলে। জামাই ঘাতক সবুজর একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে। 

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, জামাই সবুজ ভোর রাতে বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ইলিয়াস হোসেন পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। এরপর পেটে ছুরি দিয়ে আঘাত করলে ভুড়ি বের যায়। পরে আহতবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনালে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘাতক সবুজের শ্যালক আব্দুল্লাহ বলেন, বোনের জামায় মাদকাসক্ত হওয়ায় টাকা চেয়ে অত্যাচার নির্যাতন করে আমার বোনকে ৩ দিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে এসেছে। বোনকে নিয়ে যাবার অজুহাতে গত রাতে আমাদের বড়ি আসে সবুজ। সকালে কথাকাটির এক পর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে আমার চাচাকে হত্যা করে সবুজ। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই। 

গাংনী থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক সবুজকে পরিবার ও স্থানীয়রা আটক করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।