চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বারের ধাক্কায় ইখতার মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার (১৪ এপ্রিল) সন্ধার পর এদূর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক আহসান কবির রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইখতার হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কূলপালা গ্রামের পশ্চিমপাড়া মৃত. শরবত আলী মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃদ্ধ ইখতার হোসেন বাড়ির পাশেই তার মেয়ে জামাইয়ের বাড়ি। মাগরিবের নামায পর তার জামাই বাড়িতে যান। সেখান থেকে পায়ে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন।
এসময় আলোবিহীন (হেডলাইট) ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বার তাকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা বৃদ্ধ ইখতারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, এঘটনার পর ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বারের চালকসহ যাত্রীরা পালিয়ে যায়। স্থানীয়রা লাটাহাম্বারটি জব্দ করে স্থানীয় পুলিশ ক্যাম্প হেফাজতে দিয়েছি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সহকারি উপ-পরিদর্শক আহসান কবির রেডিও চুয়াডাঙ্গাক বলেন, হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, আজ রোববার ভোরে কুষ্টিয়া থেকে তিনজন যুবক একই মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে৷ এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। আহত অবস্থায় আরেক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 

























