জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেতাকর্মীরা।
আজ সোমবার (৫ মে ) সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে এ মশাল মিছিলের আয়োজন করে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন বলেন,,হাসনাত আব্দুল্লাহর উপর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এই হামলা চালিয়েছে, এসব নেক্কারজনক ঘটনা ঘটিয়ে ছাত্র সমাজকে দামিয়ে রাখা যাবে না, আমাদের যে জুলাই বিপ্লবের ঘোষণা সেটা এখনো আসেনি, ইউনুস সরকারকে বলতে চাই আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে এবং যারা এতে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে , আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সজিবুল ইসলাম,
ওয়ারিয়র্স অব জুলাই এর আহ্বায়ক মাহফুজ হোসেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সদস্য সচিব ফাহিম উদ্দীন, ইউশা, জুবায়ের, আশিক ইকবাল, আকাশ, তুর্য, আশিক প্রমূখ।
এএইচ
অর্ণব আহমেদ আশিক, নিজস্ব প্রতিবেদক 






















