চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ইসরাফিল হোসেন (৪৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৩০০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৩ মে) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ইসরাফিল হোসেন দর্শনা থানাধীন দক্ষিন চাঁদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এরপরই আটক ইসরাফিলকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ মে) দিবাগত রাতে দেড়টার দিকে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা প্রেসক্লাবের পাশ থেকে ইসরাফিল হোসেন আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৯০ হাজার টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মূল্য ৮০ হাজার টাকা গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















