১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুয়ার বিজ্ঞাপন প্রচার: আলোচিত টিকটকার গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মামলায় আলোচিত টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।

আজ সোমবার (১৪ এপ্রিল( ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর থানায় দায়ের করা মামলায় বিকেলে তাঁকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাজিব হোসেন কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

গত রোববার গভীর রাতে তোহা হোসাইনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

এর আগে রোববার (১৩ এপ্রিল) মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ মিরপুরের কয়েকজন সমাজ সচেতন নাগরিক টিকটকার তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাতের (১৯) নামে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তোহার ফেসবুক পেজ ও টিকটক আইডি হতে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে।

টিকটকার হুর-ই জান্নাত ও তার স্বামী তোহা বেশ কিছুদিন ধরে টিকটকে আলোচিত নাম। তারা একত্রে বিভিন্ন ভিডিও টিকটকে আপলোড করে তা প্রচার করেন।

সম্প্রতি তারা বিভিন্ন ধরনের জুয়ার প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর প্রমোশনকৃত আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুব সমাজ ও বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

জুয়ার বিজ্ঞাপন প্রচার: আলোচিত টিকটকার গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মামলায় আলোচিত টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।

আজ সোমবার (১৪ এপ্রিল( ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর থানায় দায়ের করা মামলায় বিকেলে তাঁকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাজিব হোসেন কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

গত রোববার গভীর রাতে তোহা হোসাইনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

এর আগে রোববার (১৩ এপ্রিল) মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ মিরপুরের কয়েকজন সমাজ সচেতন নাগরিক টিকটকার তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাতের (১৯) নামে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তোহার ফেসবুক পেজ ও টিকটক আইডি হতে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে।

টিকটকার হুর-ই জান্নাত ও তার স্বামী তোহা বেশ কিছুদিন ধরে টিকটকে আলোচিত নাম। তারা একত্রে বিভিন্ন ভিডিও টিকটকে আপলোড করে তা প্রচার করেন।

সম্প্রতি তারা বিভিন্ন ধরনের জুয়ার প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর প্রমোশনকৃত আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুব সমাজ ও বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।