চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কে ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বারের ধাক্কায় আল ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে এ দূর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় পুলিশের সামনে তরমুজ ব্যবসায়ী নিপুনকে কুপিয়ে জখম
নিহত আল ইমরান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। এ ছাড়া তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে জানান, রোববার রাতে নীলমনিগঞ্জ থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার ভাড়া বাড়িতে আসছিলেন আল ইমরান। এ সময় ঘোড়ামারা ব্রিজের নিকট পৌছালে একটি ইঞ্জিনচালিত লাটাহাম্বার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে সদর হাসপাতালে ছুটে আসেন নিহত ইমরানের মা সহ পরিবারের সদস্যরা। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মা। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারি হয়ে উঠে। পরে রাত ১২টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মৃত অবস্থায় ইমরানকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরিক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষনা করি। বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র তাজ নিহত
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই লাটাহাম্বারের চালক পালিয়ে যায়। অভিযোগ না থানায় অবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়ায় রাতেই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















