‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামীলীগ ও শ্রমিকলীগের ৬ জন নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।
এর আগের দিন অর্থাৎ রোববার দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সেক্রেটারী শহিদুল ইসলাম (৫৪), জীবননগরের রায়পুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে ও রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শফি আলম (৫০), দর্শনা রামনগর গ্রামের জাফিকুল ইসলামের ছেলে ও আওয়ামীলীগের কর্মি রাসেল (২৪), দামুড়হুদা কাদিপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মি শরিফুল ইসলাম (৪৫), আলমডাঙ্গা চিলাভালকী গ্রামের বিলাত আলি মন্ডলের ছেলে ও নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত আলী (৫৭) এবং একই এলাকার সাংগঠনিক সম্পাদক ও মোজাহার প্রামানিকের ছেলে মক্কেল আলি (৫৭)।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার ৫টি থানার দায়েরকৃত মামলার আসামি তারা। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এএইচ